ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে প্রশিক্ষণ শেষে ভাতা পেলেন ৯৫ তরুণ-তরুণী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মে ২, ২০২৩
হবিগঞ্জে প্রশিক্ষণ শেষে ভাতা পেলেন ৯৫ তরুণ-তরুণী

হবিগঞ্জ: হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরে তিনটি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ৯৫ জন তরুণ-তরুণীর মধ্যে প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
 
মঙ্গলবার (২ মে) দুপুর ১২টায় অধিদপ্তরটির হলরুমে আনুষ্ঠানিকভাবে এই ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।


 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এবং সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক একেএম আবদুল্লাহ ভূঞা।
 
প্রশিক্ষণার্থীদের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজওয়্যারিং ট্রেডে ৩০ জনকে ৩ লাখ ৩৪ হাজার ৩০০ টাকা; ইলেকট্রনিক ট্রেডের ৩০ জনকে ৩ লাখ ৩৬ হাজার ১০০ ও পোশাক তৈরি ট্রেডের ৩৫ জনকে ২ লাখ ১২ হাজার টাকা ভাতা দেওয়া হয়।
 
তাদের সবাইকে সনদপত্র দেওয়া হয়েছে। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবদের যুব শক্তিতে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় দেশজুড়ে তাদের হরেক রকম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণলব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে তরুণ-তরুণীদের স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মে ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।