ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

এক রাতে আগৈলঝাড়ায় ৫ প্রতিষ্ঠানে চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মে ২, ২০২৩
এক রাতে আগৈলঝাড়ায় ৫ প্রতিষ্ঠানে চুরি

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় একরাতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে। প্রতিষ্ঠানগুলো টিনের চালা ও বেড়া কেটে নগদ টাকা, মোবাইল ও মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (০২ মে) ভোর সাড়ে ৪টার মধ্যে উপজেলার নীমতলা বাজারে এসব চুরির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভিডিও ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা করছে।

নীমতলা বাজারের ভুক্তভোগী ব্যবসায়ীরা ও বাজার কমিটির সভাপতি হালিম সরদার জানান, অলি স্টোরের মালিক অলি হোসেনের মুদি দোকানের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, একই বাজারের মজিবর স্টোরের মালিক মজিবর হাওলাদারের মুদি দোকান থেকে নগদ টাকা ও মোবাইল ফোন, সাগর স্টোরের মালিক নুরুল ইসলাম সরদারের মুদি দোকান থেকে নগদ টাকা, রাফি ড্রাগ হাউজের মালিক সুমন বেপারীর ফার্মেসি থেকে নগদ টাকা ও রাহাত টেলিকমের মালিক আলামিন সরদারের কম্পিউটারের দোকান থেকে নগদ টাকা ও মোবাইলের রির্চাজ কার্ড নিয়ে যায় চোরের দল।

হালিম সরদার জানান, আলামিন সরদারের কম্পিউটারের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন অল্প বয়সী যুবক খালি গায়ে দোকানের ভেতরে প্রবেশ করে টেবিলের তালা ভেঙে নগদ টাকা ও মোবাইলের রির্চাজ কার্ড নিয়ে যাচ্ছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিডিও ফুটেজ দেখে চোর শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ০২, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।