ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে কোচিং সেন্টার খোলা রাখায় অর্ধ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মে ২, ২০২৩
দিনাজপুরে কোচিং সেন্টার খোলা রাখায় অর্ধ লাখ টাকা জরিমানা

দিনাজপুর: সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা চলাকালীন সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং খোলা রাখার অভিযোগে দিনাজপুরে একটি সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ মে) সকালে দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় পাইওনিয়ার কোচিংয়ে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।  

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম এ অভিযান পরিচালনা করেন।

এ সময় জরিমানার টাকা দিতে না পারায় কোচিং সেন্টারের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঘাসিপাড়া এলাকায় পরিচালিত অভিযানে পাইওনিয়ার কোচিং সেন্টার চালুর সত্যতা পাওয়া যায়। এসময় কোচিং সেন্টারের ম্যানেজার মোকাররম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওই কোচিংয়ের কার্যক্রম বন্ধ করতে উপস্থিত পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকল মুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গত ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।