ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতির পায়ে পিষ্ট হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, মে ৩, ২০২৩
হাতির পায়ে পিষ্ট হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে ভারতীয় বন্য হাতির আক্রমণে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ মে) রাত পৌনে ১০টার দিকে উপজেলার গাবরাখালী সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ইদ্রিস মিয়া (৫০)। তিনি উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে।  

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান এই তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।   

স্থানীয়রা জানায়, রাতে গাবরাখালী সীমান্তবর্তী এলাকায় ৩০/৩৫টি হাতি দলবেঁধে ধান ক্ষেতে নেমে আসে। এ সময় হাতি তাড়াতে গ্রামবাসিরা লাঠি নিয়ে ধাওয়া করলে নিহত ইদ্রিস মিয়া হাতির কাছাকাছি চলে যায়।   

এ ঘটনার এক পর্যায়ে একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পদপিষ্ট করে। এ সময় স্থানীয়দের ধাওয়ায় হাতির দল সরে গেলে গুরুতর আহত অবস্থায় ইদ্রিস মিয়াকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে তার মৃত্যু হয়।    

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে গাজিরভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল মান্নান বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করা দরকার।  

বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, মে ৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।