ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ডিমলায় এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মে ৩, ২০২৩
ডিমলায় এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যাহতি

নীলফামারী: এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে নীলফামারীর ডিমলা খগাখড়িবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রসচিব মো. মোফাক্কেরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ মে) সন্ধ্যায় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বাক্ষরিত এক অফিস আদেশ এ অব্যাহতি দেওয়া হয়।

 

একই সঙ্গে জারি করা আদেশে উপজেলার সহকারী প্রোগ্রামার মো. রেদওয়ানুল রহমানকে ওই কেন্দ্রের নতুন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, খগাখড়িবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রসচিব প্রধান শিক্ষক মো. মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে সিট প্ল্যানে দুর্নীতি, নকল ও মোবাইল সরবরাহের অভিযোগ উঠে। এ বিষয়ে একজন অভিভাবক নীলফামারী জেলা প্রশাসকের (ডিসি) কাছে একটি লিখিত অভিযোগ দেন।

ডিসি অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। নির্দেশ পেয়ে তদন্ত শুরু করেন ওই কর্মকর্তা। এতে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কেন্দ্রসচিবকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

ডিমলা ইউএনও বেলায়েত হোসেন অফিস আদেশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।