ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রী উঁকি দিয়ে দেখেন পাশের রুমে ঝুলছে স্বামীর দেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মে ৩, ২০২৩
স্ত্রী উঁকি দিয়ে দেখেন পাশের রুমে ঝুলছে স্বামীর দেহ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর মাজার রোড দ্বিতীয় কলোনি এলাকার এক বাসা থেকে মনোয়ার হোসেন উজ্জ্বল ( ৪১) নামে এক ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (৩ মে) সকালের দিকে ওই বাসা থেকে মনোয়ারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

দ্বিতীয় স্ত্রী রিয়া মনি ও এক সন্তানকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন মনোয়ার। ঢাকা জেলার সাভারের চাকুলিয়া গ্রামের মোবারক কাজী ছেলেন মনোয়ার হোসেন উজ্জ্বল।

এসব তথ্য নিশ্চিত করেছেন দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার।  

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে স্ত্রী ও সন্তান নিয়ে এক সঙ্গে খাওয়া-দাওয়া করে মনোয়ার হোসেন উজ্জ্বল। পরে যে রুমে স্ত্রী সন্তান ঘুমায় তার পাশের রুমে গিয়ে প্রচুর মদপান করেন তিনি। পরে স্ত্রীর রুমে এসে কান্নাকাটি করেন। মদ খেয়ে এরকম কান্নাকাটি করার কারণে তার স্ত্রী তাকে গালমন্দ করেন। মধ্যরাতের পরে স্ত্রী ঘুম থেকে উঠে তার বিছানায় স্বামীকে দেখতে পাননি। পাশের রুমে খুঁজতে গিয়ে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে পরে উঁকি দিয়ে দেখেন উজ্জ্বল ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। এ দৃশ্য দেখেই পুলিশকে খবর দেন তিনি।

পরে পুলিশ সংবাদ পেয়ে সকালের দিকে সবার উপস্থিতিতে দরজা ভেঙে উজ্জ্বলের লাশ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী  হাসপাতালে মর্গে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মে ৩, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।