ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হিট অফিসার নিয়ে কেন এত বিতর্ক?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, মে ৫, ২০২৩
হিট অফিসার নিয়ে কেন এত বিতর্ক?

ঢাকা: ঢাকা শহরের তাপমাত্রা সহনশীল রাখতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা অ্যাড্রিয়েন আর্শট রকফেলার ফাউন্ডেশন।  

সম্প্রতি তারা দক্ষিণ এশিয়ায় প্রথম হিট অফিসার হিসেবে ঢাকা উত্তরের সিটি মেয়র আতিকুল ইসলামের কন্যা বুশরা আফরিনকে দায়িত্ব দিয়েছেন।

তার দায়িত্বপ্রাপ্ত এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যা পর্যায়ক্রমে বাংলাদেশ ও অন্যান্য দেশে বিস্তৃত হবে।  

বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্থাটির সহযোগিতায় ঢাবির ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মধ্যে যৌথভাবে নেওয়া কার্যক্রমের উদ্বোধন করা হয়। যা নিয়ে ডিএনসিসির পাঠানোর এক প্রেস বিজ্ঞপ্তিতে চিফ হিট অফিসার হিসেবে মেয়রকন্যাকে নিয়োগের বিষয়ে বলা হয়।  

বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা না থাকায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অধিকাংশই ধারণা করে, এটি উত্তর সিটি কর্পোরেশন নিজস্ব প্রক্রিয়ায় নিয়োগ দিয়েছে। এ কারণে মেয়রের বিরুদ্ধে স্বজনপ্রীতিরও প্রশ্ন তোলা হয়। নানা বিষয় নিয়ে কটাক্ষ করা হয়।
উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ জানানো হয়েছে, সিটি কর্পোরেশন কাউকে নিয়োগ দেয়নি। কোনো ধরনের সুযোগ-সুবিধা তাকে দেওয়া হবে না। সিটি কর্পোরেশন নগরীর তাপমাত্রা কমাতে সেই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে।

সংস্থাটির হয়ে কাজ করার জন্য নিয়োগ পেয়েছেন মেয়রকন্যা বুশরা আফরিন। পুরো এশিয়ার মধ্যে বুশরাকেই প্রথম হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে ফাউন্ডেশনটি।

আরও পড়ুন>>>‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পেয়ে যা বললেন মেয়রকন্যা

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, মে ০৫,২০২৩
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।