ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেসবুকে ‘জাল টাকা বিক্রি’ পেইজ খুলে ব্যবসা, যুবক গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, মে ৫, ২০২৩
ফেসবুকে ‘জাল টাকা বিক্রি’ পেইজ খুলে ব্যবসা, যুবক গ্রেপ্তার 

ঢাকা: ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেইজ ঘেঁটে শিখেন জাল নোট বিক্রির প্রতারণার কাজ। এরপর মোবাইলের মাধ্যমেই ফেসবুকে ‘জাল টাকা বিক্রি’ নামক পেইজ দিয়ে শুরু করেন জাল টাকার ব্যবসা।

সিফাত শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩ মে) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের গাড়ি চুরি প্রতিরোধ টিম। এসময় তার কাছ থেকে ২ লাখ জাল নোট জব্দ করা হয়।  

বৃহস্পতিবার (৪ মে) এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মহানগর গোয়েন্দা সংস্থা ডিবির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান।

তিনি জানান, সম্প্রতি দেখা যায় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপ খুলে প্রতারকরা সেখানে জাল টাকার ছবি ও ভিডিও দিয়ে ব্যাপক প্রচারণা করে জাল টাকা উৎপাদন এবং কেনা-বেচা করছেন। জাল টাকার ছবি বানানোর বিভিন্ন ভিডিও, টাকার প্রয়োজনীয়তার টিকটক ভিডিও দেখিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের প্রতারিত করে আসছে।

প্রতারক চক্রের কথা উল্লেখ করে মশিউর রহমান বলেন, প্রতারক চক্রটি এক হাজার টাকার ১শ’টি নোটের জন্য ১০ হাজার টাকা, ৫শ টাকার ১শ’টি নোটের জন্য ১২ হাজার টাকা, ১শ ও ২শ টাকার এক লাখ জাল নোটের জন্য ২০ হাজার টাকা নিয়ে থাকে। বিভিন্ন মাধ্যমে টাকা নেওয়ার পর তারা যোগাযোগ বন্ধ করে দেয়।  

প্রতারক চক্রের সদস্য আসামি সিফাতের বিষয়ে তিনি বলেন, সিফাত শেখ কেরানীগঞ্জ উপজেলা চত্বরে ফুটপাতে ছয় হাজার টাকা বেতনে গার্মেন্টস সামগ্রীর বিক্রয়কর্মী হিসেবে কাজ করে। ইউটিউব এবং বিভিন্ন ফেসবুক পেইজ ঘেঁটে জাল নোট বিক্রির প্রতারণার কাজ শিখে। এরপর মোবাইলের মাধ্যমেই ফেসবুকে ‘জাল টাকা বিক্রি’ নামক পেইজ দিয়ে জাল টাকার ব্যবসা শুরু করে। গত কয়েকদিন প্রমোদ ভ্রমণ শেষে কক্সবাজার থেকে ঢাকায় ফিরার পথে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

জাল টাকার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, তা ক্রয় করার চেষ্টা করা অপরাধ। তাই সবাইকে এই ধরনের প্রতারণা থেকে বিরত থাকার অনুরোধ জানান ডিবির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।