ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ভাট্টি বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, মে ৫, ২০২৩
রূপগঞ্জে ভাট্টি বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণের ঘটনায় ইলিয়াস আলী (৩৫) নামে আরও একজন মারা গেছেন। তার শরীরে ৯৮ শতাংশ পোড়া ছিল।

 

এর আগে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শংকর (৪০) নামে এক শ্রমিক মারা যায়। এই নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দুইজন।

বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে ১০টার দিকে বার্ন ইনস্টিটিউটের পাঁচতলায় চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস আলী মারা যায়। তার মৃত্যুর বিষয়টি চিকিৎসকদের বরাত দিয়ে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া। এ ঘটনায় আরো পাঁচজন দগ্ধ হয়ে চিকিৎসাধীন। তাদের অবস্থাও ভালো না বলে চিকিৎসকরা জানিয়েছেন। বিকেল চারটার দিকে নারায়ণগঞ্জ রুপগঞ্জ উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার আরআইসিএল স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মো. জুয়েল (২৫), গোলাম রব্বানী রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)।

আরআইসিএল স্টিল মিলের সুপারভাইজার হারুন উর রশিদ বলেন, শ্রমিকরা কারখানার ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় ১৫ জন শ্রমিক ছিলেন। হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে ৭ জন গুরুতর দগ্ধ হন। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এ সময় শ্রমিক শংকরকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক। আরও কয়েকজন  দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে আনা হয়নি। বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের অবস্থা খারাপ। সবারই চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।