ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মে ৫, ২০২৩
এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ঢাকা: রাজধানীর আরামবাগ থেকে এক হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

বৃহস্পতিবার (৪ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, এমএ ফয়সাল, আবুল হোসেন ও বৃষ্টি আক্তার।

ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, আরামবাগ এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা ক্রয়-বিক্রির জন্য কতিপয় ব্যক্তিরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

আরামবাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন অফিসের পূর্ব পাশে ইয়াবা হস্তান্তরের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মে ৫, ২০২৩
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।