ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনা তথ্য কমপ্লেক্স নির্মাণের স্থান পরিদর্শন করলেন তথ্য সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মে ৫, ২০২৩
খুলনা তথ্য কমপ্লেক্স নির্মাণের স্থান পরিদর্শন করলেন তথ্য সচিব

খুলনা: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার শুক্রবার (৫ মে) জিরোপয়েন্ট ও জয়বাংলা মোড় এলাকায় তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন। দুপুরে প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেন তিনি।

 

পরিদর্শন শেষে সচিব খুলনা সার্কিট হাউসে জেলা প্রশাসন, আঞ্চলিক তথ্য অফিস, জেলা তথ্য অফিস ও খুলনা বেতার কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ, খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, তথ্য কমপ্লেক্স স্থাপন বিষয়ক প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান, খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আতিকুল ইসলাম, খুলনা জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।