ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কর্ণফুলী নদীতে ধরা পড়ল সাকার মাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মে ৫, ২০২৩
কর্ণফুলী নদীতে ধরা পড়ল সাকার মাছ

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে জেলেদের জালে ধরা পড়ল ক্ষতিকর সাকার মাউথ ক্যাটফিস।  

শুক্রবার (৫ মে) সকালে উপজেলার কেপিএম কয়লার ডিপু এলাকার নদীতে মাছটি ধরা পড়ে।

জেলে আবির মল্লিক বলেন, সকালে আমরা পাঁচজনের একটি দল কর্ণফুলী নদীতে মাছ ধরতে যাই। এরপর অন্যান্য মাছের সঙ্গে সাকার মাছটি আমাদের জালে আটকা পড়ে। মাছটি ক্ষতিকর আগে জানা থাকায় আমরা মাছটিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে পৌঁছে দিয়েছি।

কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, সাকার মাউথ ক্যাটফিশ দেশীয় প্রজাতির জন্য হুমকি এবং নদীর তলদেশের জলজ পরিবেশের জন্য ক্ষতিকর। গত বছরের ১৫ জানুয়ারি সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আইন অধিশাখার এক প্রজ্ঞাপনে দেশে চুড়ান্তভাবে এই মাছ আমদানি, বিপণন, বংশ বিস্তার এবং চাষ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এর আগে ২০২২ সালের ২ জানুয়ারি কাপ্তাইয়ের শিলছড়ির সীতাঘাট এলাকার কর্ণফুলী নদীতে জেলেদের জালে ধরা পড়েছিল সাকার মাছ।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মে০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।