ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিদ্যালয়ের গেটের পিলার ভেঙে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মে ৬, ২০২৩
বিদ্যালয়ের গেটের পিলার ভেঙে প্রাণ গেল শিশুর

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে এক প্রাথমিক বিদ্যালয়ের গেটের পিলার ভেঙে মুনতাহা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (৬ মে) সকালে উপজেলার ভেড়ভেড়ি মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

নিহত মুনতাহা ওই উপজেলার ভেড়ভেড়ি হাজীর হাট এলাকার মজনু মিয়ার মেয়ে।

এলাকাবাসী জানায়, সকাল ৮টার দিকে মুনতাহা তার বাড়ি সংলগ্ন ভেড়ভেড়ি মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলছিল। এ সময় সে বিদ্যালয়ের গেটের ওপর ওঠে। এতে হঠাৎ গেটের পিলার ভেঙে পড়লে মুনতাহা চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, মরদেহ বর্তমানে রংপুরে রয়েছে। এ বিষয়ে অপমৃত্যু (ইউডি) মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।