ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মে ৬, ২০২৩
গাজীপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ মে) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- কক্সবাজারের টেকনাফ থানার উত্তর লেঙ্গুরবিল এলাকার মৃত মাহামুদ সালামের ছেলে মো. ইমরান (২৫) ও একই থানার মিঠাপানির ছড়া এলাকার আব্দুল হক সওদাগরের ছেলে মো. হুমায়ুন কবির (১৯)।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি ডিবি-মিডিয়া) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালায় গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একপর্যায়ে ইমরান ও হুমায়ুনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তারা পুলিশের কাছে স্বীকার করেছেন টেকনাফ থেকে মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন শহরে সরবরাহ করতেন।  
 
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ০৬, ২০২৩ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।