ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মে ৭, ২০২৩
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত ট্রেনে কাটা: প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে আলতা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার (০৭ মে) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলতা খাতুন উক্ত এলাকার মৃত তাজউদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা গামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মাধবপুর এলাকায় পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়ে আলতা খাতুন নামে এক বৃদ্ধার ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ আলী জানান, সকালে আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আলতা খাতুন নামের এক নারী নিহত হয়। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মে ৭, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।