ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় তিন বাইক আরোহী নিহত

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মে ৮, ২০২৩
গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় তিন বাইক আরোহী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

রোববার (৭ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- গোপালগঞ্জ সদর উপজেলার শোকর শেখের ছেলে জামি শেখ (১৭), শুকুর সরদারের ছেলে হাসান সরদার (১৮) এবং ডবলু শেখের ছেলে তাজিম শেখ (১৬)। এদের সবার বাড়ি সদর উপজেলার ছুটফা গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স ম আরিফুল হক জানান, জেলা শহর থেকে একটি মোটরসাইকেলে করে ওই তিন তরুণ তাদের গ্রামের বাড়িতে ফিরছিল। তারা সোনাশুর পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বাইকটিকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে ছিটকে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই জামি শেখ নিহত হয়। গুরুতর আহত হাসান ও তাজিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, মে ০৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।