ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মতিঝিলে ৩০ কেজি গাঁজাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মে ৮, ২০২৩
মতিঝিলে ৩০ কেজি গাঁজাসহ আটক ২ আটক: প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগ।

রোববার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মতিঝিল থানার টিএন্ডটি কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেপ্তাররা হলেন- মো. লাইজু কবিরাজ ওরফে রাজু ও মো. মাহবুব আলম।

সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল টিএন্ডটি কলোনি এলাকায় দেশ ট্রাভেল বাস কাউন্টারের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। এ সময় একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আটকরা ঢাকাসহ বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতো বলে স্বীকার করেছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ৮, ২০২৩
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।