ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মে ৮, ২০২৩
ডেমরায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সরদার মো. উজ্জল মিয়া ও তার সহযোগী মো. রাশেদকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, তিনটি ককটেল ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।

সোমবার (৮ মে) বিকেলে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সরদার উজ্জল মিয়া ও তার সহযোগী রাশেদকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (৯ মে) সকাল ১১টা ৪৫ মিনিটে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মে ৮, ২০২৩
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।