ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছি, সমরেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মে ৮, ২০২৩
বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছি, সমরেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের

ঢাকা: প্রবাদপ্রতিম কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে শোক বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলা সাহিত্যের প্রখ্যাত এ ঔপন্যাসিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, কীর্তিমান কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে আমরা সমকালীন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছি। অসংখ্য কালজয়ী উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদার বাংলা সাহিত্যের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশ এবং উৎকর্ষে তার অসামান্য অবদান চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে বাঙালি জাতি। প্রখ্যাত ঔপন্যাসিক সমরেশ মজুমদারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।

সমরেশ মজুমদারের আত্মার শান্তি কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ৮, ২০২৩
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।