ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবপুরে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, মে ১০, ২০২৩
শিবপুরে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নরসিংদী: নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

বুধবার (১০ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কারারচর বড়ইতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।



বিকেলে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অণির্বান চৌধুরী।  

আটক হলেন- ঢাকার যাত্রাবাড়ী থানার সাদ্দাম মার্কেট আমির হামজার বাড়ির ভাড়াটিয়া (ভাসসান) মো. জাবেদ (৩৪) ও মিরপুর পল্লবী পলাশ নগর সেকশন-১১ এর ৩৭/৮ নম্বর বাড়ির ভাড়াটিয়া মোহাম্মদ আলী (৩২)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সকালে মহাসড়কের কারারচর বড়ইতলা বাসস্ট্যান্ডে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল  অভিযান পরিচালনা করে। এ সময় হুণ্ডা কোম্পানির প্রাইভেট গাড়িসহ দু’জনকে আটক করা হয়। পরে গাড়িটির ব্যাকডালা তল্লাশি করে ৫০ কেজি গাঁজাসহ গাড়িটি জব্দ করা হয়। পরে তারা জিজ্ঞাসাবাদে জানান, তারা সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে গাঁজা কিনে এনে গাড়িযোগে বহন করে ঢাকায় বিক্রি করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করার পর পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মে ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।