ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছিনতাইয়ে বাধা দেওয়ায় রিকশা চালককে ছুরিকাঘাত, আটক ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, মে ১১, ২০২৩
ছিনতাইয়ে বাধা দেওয়ায় রিকশা চালককে ছুরিকাঘাত, আটক ৩

সিলেট: সিলেটে ছিনতাইকালে বাধা দেওয়ায় এক রিকশা চালককে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার পর জনতা ধাওয়া করে তিন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

বুধবার (১০ মে) রাত ১০টার দিকে সিলেট নগরের শিবগঞ্জ খাঁরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি সিএনজি অটোরিকশায় যাত্রীর বেশ ধরে এক নারীকে ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইকারীরা। ঘটনাটি দেখে এক রিকশাচালক এগিয়ে আসেন। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।

পরে স্থানীয়রা সিএনজি অটোরিকশাসহ তিন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয়।

খবর পেয়ে কোতোয়ালি থানার সোবহানীঘাট ফাঁড়ির পুলিশ ওই তিন ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যান।

এদিকে, ছুরিকাঘাতে গুরুতর আহত রিকশাচালককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষনিক তার দেহে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্র জানায়, ছুরিকাঘাতে আহত রিকশা চালকের অবস্থা গুরুতর। তাকে বাঁচাতে প্রাণান্তর চেষ্টা চলছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার সোবহানীঘাট ফাঁড়ি ইনচার্জ (এসআই) শামীম আহমদ বলেন, জনতার কবল থেকে তিন ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তাদের নাম- রিয়ান, শফিক ও সুমন।

বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, মে ১০, ২০২৩
এনইউ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।