কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ঝড়ে ভবন ধসে নিচে আটকে পড়া কামাল খান (৪৯) নামে একজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার (১০ মে) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকায় এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ মে) বিকেল সোয়া ৫টার দিকে ঝড়ে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকার একটি সিএনজি স্টেশনের ভবন ধসে পড়ে। এতে ভবনের নিচে আটকা পড়েন কামাল খান নামে এক ব্যক্তি। ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে ১২ মিনিট উদ্ধার অভিযান পরিচালনা করে ওই ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযানে ১২ মিনিট কাজ করার পর ভবনের নিচে আটকে পড়া কামাল খান নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, ১১ মে, ২০২৩
আরএ