ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেরপুরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মে ১১, ২০২৩
শেরপুরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে অন্তর (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে ধানশাইল ইউনিয়নের কোচনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অন্তর ওই গ্রামের হারুন মিয়ার ছেলে ও কুরুয়া হাসমত আলী কিন্ডার গার্ডেন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২টার দিকে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় অন্তর আম কুড়াতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হয় সে।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মে ১১, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।