ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে ৪৭ কেজি গাঁজাসহ আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, মে ১২, ২০২৩
কেরানীগঞ্জে ৪৭ কেজি গাঁজাসহ আটক ৭

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ৪৭ কেজি গাঁজাসহ সাত মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

আটক ব্যক্তিরা হলেন- হাসিব ওরফে মোয়াজ (২৭), মো. সজিব (২৪), মো. বাবু (২৮), মো. ইলিয়াস (২৫), মো. শুভ হোসেন (২০), মো. শহিদুল ইসলাম (২৪) ও মো. ইয়াসিন (১৯)।

এসময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন ও এক হাজার ২২০ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১১ মে) রাতে র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার ঝাউচর এলাকায় অবস্থান নেয় র‌্যাব-১০ এর একটি দল। এসময় ৪৭ কেজি গাঁজাসহ সাত মাদক কারবারিকে আটক করা হয়।  

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের নামে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, মে ১২, ২০২৩
এমএমআই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।