ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুদান থেকে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, মে ১২, ২০২৩
সুদান থেকে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি  ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সংঘাতকবলিত সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরেছেন ২৩৯ জন বাংলাদেশি প্রবাসী।

শুক্রবার (১২ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টা নাগাদ তারা দেশে ফেরেন।

 

দেশে ফেরত আসা এসব বাংলাদেশিকে প্রথমে সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাদের জেদ্দা অভিমূখী জাহাজে সেখানে পাঠানো হয়। সেখানে, বাংলাদেশ দূতাবাস তাদের খাওয়া-দাওয়া আশ্রয়ের ব্যবস্থা করে।  

বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম) থেকে তাদের স্বাগত জানানো হয়।

এ নিয়ে ৫ দফায় মোট ৫৫৫ জন সুদান প্রবাসী বাংলাদেশি দেশে ফিরল।  

এরআগে, গত ৮ মে ১ম ধাপে ১৩৬ জন এবং গতকাল বৃহস্পতিবার তিন ধাপে সুদান থেকে ১৮০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়।

গতকাল (বৃহস্পতিবার) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৫১ জন, সন্ধ্যায় কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৫৪ জন ও রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৭৫ জন সৌদি আরবের জেদ্দা হয়ে বাংলাদেশে ফিরেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল থেকে সুদানে সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। এ ঘটনায় হামলার শিকার হয় সেদেশে বাংলাদেশের দূতাবাসও। এছাড়া বহু হতাহতের ঘটনা ঘটে। সুদানে অন্তত দেড় হাজার বাংলাদেশি বসবাস করেন। যাদের সবাইকেই ধাপে-ধাপে ফিরিয়ে আনা হবে বলে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছ।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, মে ১২, ২০২৩
এমকে/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।