ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

৬০ টাকার নিচে মেলে না কোনো সবজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মে ১২, ২০২৩
৬০ টাকার নিচে মেলে না কোনো সবজি

ঢাকা: সপ্তাহের ব্যবধানে সবজির বাজারে প্রায় সব সবজির দাম বেড়েছে। বাজারে সর্বনিম্ন দামের সবজিটির মূল্যও হচ্ছে প্রতিকেজি ৬০ টাকা।

বাজারে ৬০ টাকা কেজি বিক্রি হওয়া সবজিগুলোর মধ্যে আছে ঢেঁড়স, টমেটো, লাউ, লতি, শসা, মূলা। রোজার ঈদের আগেও ৪০ টাকা কেজিতে বিক্রি হওয়া পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এছাড়া ৭০ টাকা কেজিতে বিক্রি হওয়া সবজিগুলোর মধ্যে আছে ঝিঙে, পটল, গোল বেগুন। আর ৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া সবজিগুলোর মধ্যে আছে পেপে, করল্লা, লম্বা বেগুন, ধুন্দল। খুচরা বাজারে প্রতি ডজন লেবু ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে শাকের মধ্যে প্রতি আঁটি লালশাক ১৫ টাকা, পুঁইশাক ৩০ টাকা, লাউশাক ৩০ টাকা এবং ডাটা শাক ২০ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার (১২ মে) রাজধানীর মেরাদিয়া হাট, কাওরান বাজার, খিলগাঁও রেলগেট বাজার, গোড়ান বাজারসহ স্থানীয় বিভিন্ন খুচরা বাজার ঘুরে সবজির এমন দাম দেখা গেছে।  

মো. জাহাঙ্গীর দক্ষিণ বনশ্রীতে ১ বছর ধরে রিকশা ভ্যানে করে সবজি বিক্রি করছেন। বাংলানিউজকে তিনি বলেন, বাজারে সব ধরনের সবজির দাম বেশি। ঈদের এক সপ্তাহ পর থেকে সবজির দাম বাড়তে শুরু করেছে। পাইকারি বাজারের সবজির দাম বেশি কেন জিজ্ঞেস করলে তারা বলে সাপ্লাই কম। আমাদের বেশি দামে কিনতে হচ্ছে তাই বিক্রিও বেশি দামে করতে হয়।

তার ওপর রাস্তায় রিকশাভ্যানে করে সবজি বিক্রি করলে প্রতিদিন ২০০ টাকা করে চাঁদা দিতে হয়। তারপর কাওরানবাজার থেকে রাতে সিএনজি করে সবজি আনার সময় পুলিশ আটকে দেয়। সেখানে টাকা দিতে হয়। সব মিলিয়ে এতসব চাঁদর কারণেই সবজির দাম আরও বেড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, এ সপ্তাহে খুচরা পর্যায়ে মরিচের দাম বেড়েছে। আজ এক পাল্লা (৫কেজি) মরিচ পাইকারি বাজারে বিক্রি হয়েছে ৭০০ টাকায়। যা খুচরা বাজারে প্রতি কেজি ১৪৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছে। কিছুদিন আগে ৪০ টাকা কেজিতে বিক্রি হওয়া পটল বর্তমানে পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

এক সপ্তাহ আগে ৬০-৭০ টাকায় বিক্রি হওয়া করল্লা বর্তমানে প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতিপিস ৬০ টাকায়। প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হওয়া বেগুন বর্তমানে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। টমেটো পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২৮-৩০ টাকায়, যা এখন খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।

কাওরান বাজারের পাইকারি সবজি বিক্রেতা ফোরকান আহমেদ বাংলানিউজকে বলেন, ঈদের পর বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বর্তমানে বাজারে সবজির গাড়ি কম আসছে৷ পাশাপাশি লেবার খরচও আগের থেকে অনেক বেড়ে গেছে। যে কারণে বাজারে সবজির দাম বাড়তি।

এদিকে সবজির দাম বাড়ায় ক্রেতারা একপ্রকার ক্ষোভ জানিয়েছেন। দাম বাড়ার ফলে অনেকে চাহিদা মতো সবজি কিনতে পারছেন না।

খিলগাঁও রেলগেট বাজারে সবজি কিনতে এসেছিলেন মেহেদী হাসান নামের এক ক্রেতা। নিত্য পণ্য পাশাপাশি সবজির দাম বাড়ায় সংসার চালাতে কেমন ধরনের সমস্যায় পড়তে হচ্ছে জানতে চাইলে এক প্রকার বিরক্ত হতে তিনি বাংলানিউজকে বলেন, দেশের বাজারে একবার কোনো কিছুর দাম বাড়লে সেটার দাম কমার রেকর্ড নেই। যে যার ইচ্ছামতো দাম রাখছে, কোনো জবাবদিহি নেই। মনে করেছিলাম এলাকার দোকানে যেহেতু সবজির দাম বেশি তাই একটু বাজারে যাই। সেখানেও এসে দেখি একই অবস্থা, দাম বেশি সব কিছুরই। বর্তমান যুগের ব্যবসায়ীরা হলেন নব্বইয়ের দশকের গুণ্ডাদের মতো। শুধু তফাৎ নব্বইয়ের দশকে অস্ত্র ঠেকিয়ে টাকা আদায় করা হতো, আর এখন ডলার সংকট ও রাশিয়া ইউক্রেনের যুদ্ধের দোহাই দিয়ে দাম বাড়িয়ে সাধারণের টাকা লুট করছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মে ১২, ২০২৩
ইএসএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।