ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মে ১২, ২০২৩
গাজীপুরে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বির্তুল এলাকায় গণপিটুনিতে দুলাল মিয়া (৪৫) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মে) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

দুলাল উপজেলার পাড়ারটেক এলাকার মৃত বিল্লাল মিয়ার ছেলে।

ছিনতাইয়ের শিকার ইট-বালু ব্যবসায়ী রায়হান আকন্দ জানান, রাতে তিনি মোটরসাইকেলযোগে সাইদুল নামে এক যুবককে নিয়ে ভেকু ভাড়া করতে বালীগাঁও এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে বির্তুল এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪ জন লোক দা ও লাঠি হাতে তার গতিরোধ করে। এ সময় তার কাছে থাকা ৩ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এক পর্যায়ে তিনি ডাক-চিৎকার করে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে এলাকাবাসী এগিয়ে এসে দুলালকে আটক করে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হন দুলাল। এক পর্যায়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ১২, ২০২৩
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।