ঢাকা: সুদানের খার্তুম থেকে নতুন করে আরও ৯০ জন বাংলাদেশি দেশে ফেরার বিষয়ে সহায়তা চেয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শুক্রবার (১২ মে) ফেসবুকে এ তথ্য জানান তিনি।
এর আগে সুদান তিন দফায় ৪২৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। প্রথম দফায় ১৩৬ জন, দ্বিতীয় দফায় ৫২ জন, তৃতীয় দফায় ২৩৯ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশির অবস্থান। এর মধ্যে ৭০০ বাংলাদেশি ফিরে আসার জন্য নিবন্ধন করেন। এখন নতুন করে আরও ৯০ জন ফিরতে আগ্রহ প্রকাশ প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মে ১২, ২০২৩,
টিআর/আরএইচ