ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে সরবরাহ বন্ধ

সিনিয়র করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, মে ১৩, ২০২৩
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে সরবরাহ বন্ধ

ঢাকা: ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার (১২ মে) রাত ১১টা থেকে সেখানকার সরবরাহ বন্ধ বন্ধ করা হয়।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় শনিবার (১৩ মে) চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে গ্যাস সরবরাহে বিঘ্নিত হবে। তবে ঝড়ের পরিস্থিতি বিবেচনা করে দ্রুত গ্যাস সরবরাহ করা হবে।

এছাড়া চট্টগ্রাম, মেগনাঘাট, হরিপুর এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ/আংশিক চালু থাকতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অতিদ্রুত গ্যাস, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হবে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ১৩ মে, ২০২৩
জেডএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।