ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক আজহার মাহমুদ আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মে ১৪, ২০২৩
সাংবাদিক আজহার মাহমুদ আর নেই

ঢাকা: ক্যাম্পাস লাইভ২৪ ডট কম-এর প্রধান সম্পাদক আজহার মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

রোববার (১৪ মে) বিকেল ৩টায় রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রোববার বাদ মাগরিব রাজধানীর শাহীনবাগে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ এশা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

আজহার মাহমুদ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ছিলেন।

গত এক সপ্তাহ আগে অসুস্থতা নিয়ে হাসাপাতালে ভর্তি হন আজহার। জন্ডিস এবং লিভার জটিলতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

আজহার মাহমুদ দৈনিক সমকাল, দৈনিক মানবজমিন ও বাংলাদেশ প্রতিদিন, ভয়েস অব আমেরিকা, বৈশাখী টিভি ও বাংলাদেশ টেলিভিশনে অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।

আজহার মাহমুদের পৈত্রিক জেলা ব্রাহ্মণবাড়িয়া হলেও তিনি ঢাকাতেই স্থায়ীভাবে থাকতেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন।

সাংবাদিক আজহার মাহমুদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার সহকর্মীদের মধ্যে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি শেয়ার করে শোক জানাচ্ছেন।

আজহার মাহমুদের মৃত্যুতে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ১৪, ২০২৩
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।