ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে তাঁতশ্রমিকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মে ১৫, ২০২৩
ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে তাঁতশ্রমিকের আত্মহত্যা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এরশাদ শেখ (২০) নামে এক তাঁতশ্রমিক আত্মহত্যা করেছেন।

রোববার (১৪ মে) গভীর রাতে সিরাজগঞ্জ-ঈশ্বরদী সড়কের উপজেলার জামতৈল এলাকায় তিনি এ ঘটনা ঘটান।

নিহত এরশাদ শেখ বেলকুচি উপজেলার তামাই বুনিয়া পাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন তাঁতশ্রমিক এরশাদ শেখ। খবর পেয়ে রাতেই রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এরশাদ শেখ নিহত হয়েছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এফআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।