ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের প্রযুক্তিতে পরিচিত নয়, অভ্যস্ত করতে হবে: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মে ১৫, ২০২৩
শিক্ষার্থীদের প্রযুক্তিতে পরিচিত নয়, অভ্যস্ত করতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষার্থীদের শিক্ষা জীবনের শুরু থেকেই বিজ্ঞান ও প্রযুক্তিতে শুধু পরিচিত নয়, বরং অভ্যস্ত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১৫ মে) দুপুরে রাজধানীর সরকারি  মাদ্রাসা-ই-আলিয়ায় বঙ্গবন্ধু বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি এখন মাদ্রাসার শিক্ষার্থীরা শুধু বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে তাই নয়, এর মাধ্যমে তারা দেশ-সমাজ ও পরিবেশ সম্পর্কে সচেতন হচ্ছে। আমাদের মাদ্রাসা শিক্ষা নিয়ে অনেক রকমের কথা বলা হয়। অথচ আমাদের এ মাদ্রাসার শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, তা আমাকে উজ্জীবিত করছে। তারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, দেশের বিভিন্ন কাজে অবদান রাখছে।

তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা এই যে বিজ্ঞানের চর্চা করছে ও তার সঙ্গে সচেতনতা, অগ্নি নির্বাপন নিয়ে প্রজেক্ট, রোবটিক্স ব্যবহারের মাধ্যমে কীভাবে উন্নয়ন করা যায়, আমাদের শব্দ ও বায়ু দূষণ, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, স্মার্ট সিটি গড়ে তোলার প্রজেক্টগুলো অত্যন্ত ক্রিয়েটিভ এবং কার্যকরী। এ প্রকল্পগুলো বাস্তবায়ন করায় তাদের যে স্বপ্ন, তা দেখে আমরা সত্যিই আনন্দিত, গর্বিত ও অভিভূত।

তিনি আরও বলেন, এখন বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ। এখন মানব জীবনের প্রত্যেকটি কাজের সঙ্গে বিজ্ঞান জড়িত। সেজন্য আমাদের প্রতি মূহূর্তেই বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে থাকতে হবে। সেজন্য আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা শৈশব থেকেই করতে হবে। আর শিক্ষার্থীদের শিক্ষা জীবনের শুরু থেকেই বিজ্ঞান ও প্রযুক্তিতে শুধু পরিচিত নয়, বরং অভ্যস্ত করে তুলতে হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান চর্চা ও উদ্ভাবনী চিন্তার প্রসারে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এইচএমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।