ঢাকা: আগামী বাজেট নিয়ে সরকারের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইএমএফের ঋণ নেওয়ায় ‘দেশের বাজেট এখন অনাথ’—এমন মন্তব্যের গুরুত্ব নেই বলে মনে করেন তিনি।
‘দেশের বাজেট এখন অনাথ, আইএমএফ তার পালক পিতা’ সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টার্চাযরে এমন মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সোমবার (১৫ মে) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলন আয়োজিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই করোনার সময়, তার ওপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, স্যাংশনের মধ্যে বাজেট যে করতে পারছি, এর জন্য একটু ধন্যবাদ জানায়েন। ’
‘দেশের বাজেট এখন অনাথ’ এমন মন্তব্যকারী ‘অনাথ’ মন্তব্য করে সরকার প্রধান বলেন, ‘কোন অনাথ এসে কী অনাথের কথা বলছে, সেটার দায়িত্ব তো আমরা নেবো না। আর আইএমএফ লোনটা তাদেরই দেয়, যাদের লোন পরিশোধ করার সক্ষমতা থাকে। ’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এত অনাথ হয়নি। আর কেউ অনাথ হয়ে গেলে তো আইএমএফ লোন দেয় না। দেবার সামর্থ্য আছে বলেই আমরা নিয়েছি। এটা হলো বাস্তব কথা। এই কথাটা মাথায় রাখতে হবে। ’
তিনি বলেন, ‘তারা (আইএমএফ-বিশ্বব্যাংক) তো আমাদের অর্থনীতি, আমাদের উন্নতির যথেষ্ট প্রশংসা করেছে। আমরা পারতপক্ষে কারো কাছে হাত পেতে চলতে চাই না। যত পারি নিজের পায়ে দাঁড়াতে (চাই)। ’
আসন্ন বাজেটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গতকাল (রোববার গণভবনে) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বসে সব কিছু আমরা ঠিক ঠাক করে দিয়েছি। ’
গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এটা থাকবেই, রাজনীতি যখন করি, রাজনীতিতে সমালোচনা, বিরোধিতা থাকবেই। এটা তো স্বাভাবিক। আমাদের কাজ আমরা করে যাচ্ছি। সেভাবে কাজ করে উন্নয়ন করছি বলেই তো আজ বাংলাদেশকে এ পর্যায় পর্যন্ত নিয়ে এসেছি। ’
কিছু লোক কান থাকতে বধির
সরকারের উন্নয়ন দেখতে না পাওয়াদের চোখ থাকতে অন্ধ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে কিছু লোক আছে দেশের কাজ যত ভালোই হোক, কোন কিছুর ভালো তারা দেখতে পায় না। এরা হচ্ছে চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির। ’
প্রধানমন্ত্রী বলেন, ‘এরা (ভালো কাজ) প্রশ্নবিদ্ধ করতে যত পারে অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে। হয় তাদের জ্ঞানের অভাব, আর নয় তাদের দুরভিসন্ধি। অথবা প্রতিহিংসাপরায়ণ হয়ে করে। ’
বিগত সময়ে দেশ কতটা এগিয়েছে সে বিষয়ে টানা তিনবারের সরকারপ্রধান বলেন, ‘২০০৮ এর নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ এর নির্বাচনে সরকার গঠন করলাম। ওই ২০০৮-এর বাংলাদেশ কী ছিল, আজকে ২০২৩-এ বাংলাদেশ কোথায় এসছে, এই হিসাবটা করলেই তো বাংলাদেশ কতটা এগিয়েছে, তা মানুষ জানতে পারবে। ’
দারিদ্র্য বিমোচনে সরকারের সফলতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘অতি দরিদ্রের হার ছিল ২৫ ভাগের ওপরে, সেটা আমরা ৫ দশমিক ৬ ভাগে নামাতে পেরেছি। তার মানে কি আমাদের দেশে অতি দরিদ্র বলে তেমন কিছু নেই। তাদেরও আমরা ব্যবস্থা করে দেবো। ’
আরও পড়ুন:
বাজেট এখন অনাথ, আইএমএফ পালক পিতা: দেবপ্রিয়
শুধু সংসদীয় দল নিয়ে নির্বাচনকালীন সরকারে রাজি শেখ হাসিনা
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এমইউএম/এসকে/এমজেএফ