ঢাকা: বিসিএস কর একাডেমির দুই কর্মচারীর বিরুদ্ধে ভুয়া শিক্ষা সনদ ব্যবহার করে চাকরি গ্রহণের অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৭ মে) দুদক সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, বিসিএস কর একাডেমি, ঢাকার দুইজন কর্মচারীর বিরুদ্ধে ভুয়া পরিচয়পত্র এবং ভুয়া শিক্ষা সনদ ব্যবহার করে চাকরি গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার অভিযানকালে এনফোর্সমেন্ট টিম নিয়োগ সংক্রান্ত তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করে অভিযোগ সংশ্লিষ্টের সঙ্গে কথা বলে। টিম রেকর্ডপত্র যাচাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এসএমএকে/এমএইচএস