ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মে ১৭, ২০২৩
বগুড়ায় নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের সংবাদ সম্মেলন

বগুড়া: ‘এক মাস সাত দিন ধরে আমার একমাত্র ছেলেটা নিখোঁজ। কতদিন তার মুখে মা ডাক শুনিনি।

তাকে না পেয়ে আমাদের পরিবারে অন্ধকার নেমে এসেছে। আপনারা আমার ছেলেটার সন্ধান দিন। ’

বুধবার (১৭ মে) দুপুরে বগুড়া প্রেসক্লাবে নিখোঁজ সন্তানের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলনে আহাজারি করে এ কথা বলেন লক্ষ্মী রানি সরকার।

নিখোঁজ যুবকের নাম বিধান চন্দ্র সরকার (২০)। বিধান চন্দ্র বগুড়া কাহালু উপজেলার মালঞ্চ ইউনিয়নের কলমাশিবা এলাকার অনিল চন্দ্র সরকারের ছেলে।

সংবাদ সম্মেলনে নিখোঁজ যুবকের মা লক্ষ্মী রানি বলেন, গত ১১ এপ্রিল রাত ৮টার দিকে আমার একমাত্র ছেলে মোবাইলে টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। ছেলের ব্যবহৃত মোবাইলফোনে বেশ কয়েকবার কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায় না৷ একপর্যায়ে আত্মীয় স্বজন ও ছেলের বন্ধুদের বাড়িতে খোঁজখবর নিলেও তার কোনো সন্ধান মেলেনি৷ নিখোঁজ হওয়ার পরদিন জেলার কাহালু থানায় একটি নিখোঁজ সংক্রান্ত জিডি এবং র‍্যাব-১২ অফিসে একটি সাধারণ ডায়েরি করলেও এখন পর্যন্ত আমার ছেলের কোনো হদিস পাওয়া যায়নি। এ কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশসহ সবার কাছে তার একমাত্র ছেলেকে ফিরিয়ে দিতে অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে তার সন্ধান পেতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।