ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুলিশ পরিচয়ে ৫০ নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক, আটক রাজ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, মে ১৭, ২০২৩
পুলিশ পরিচয়ে ৫০ নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক, আটক রাজ

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে মো. রাজ আল আবির (৩১) নামে এক প্রতারককে আটক করেছে পল্লবী থানা পুলিশ। আটক রাজ বিভিন্ন সময় পুলিশের পোশাক পরিহিত সিনিয়র অফিসারদের সঙ্গে নিজের ছবি এডিটিংয়ের মাধ্যমে প্রতারণা করে আসছিলেন।

 

বুধবার (১৭ মে) রাতে রাজধানীর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।  

ওসি জানান, পুলিশ পরিচয় দিয়ে প্রায় ৫০ জন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলার পর তাদের অর্থ হাতিয়ে নেন এই রাজ।

তিনি বলেন, রাজ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল দীর্ঘদিন যাবত। সে নিজেকে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের এক পর্যায়ে তাদের কাছ থেকে আর্থিক সুবিধা নেয় ও শারীরিক সম্পর্ক স্থাপন করে। তার মোবাইল পর্যালোচনায় দেখা যায় কম করে হলেও ৫০ জন মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করে প্রতারণা মূলকভাবে অর্থ আত্মসাৎ ও শারীরিক সম্পর্ক স্থাপন করেছে।  

প্রতারক রাজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ধর্ষণসহ সরকারী কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি পারভেজ। তিনি জানান, একজনের অভিযোগের ভিত্তিতে রাজের বিরুদ্ধে নতুন করে পল্লবী থানায় মামলা প্রক্রিয়াধীন। বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এজেডএস/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।