ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটক মঞ্চায়নের নানা সংকট নিয়ে নাট্যকর্মীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, মে ১৯, ২০২৩
নাটক মঞ্চায়নের নানা সংকট নিয়ে নাট্যকর্মীদের মানববন্ধন

ঢাকা: শিল্পকলা একাডেমির বিভিন্ন মিলনায়তনে লাইট ও সাউন্ড সরঞ্জামের অপ্রতুলতা, হল ও মহড়াকক্ষ বরাদ্দে অনিয়ম এবং নাটক চলাকালে মাঠে মাইক ব্যবহারের প্রতিবাদে সোচ্চার হয়ে মানববন্ধন করেছেন নাট্যকর্মীরা।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে একাডেমির জাতীয় নাট্যশালার সামনে এ প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেন তারা।

হল বরাদ্দে অনিয়ম বন্ধ করা হোক, লাইট ও সাউন্ড সরঞ্জামের অপ্রতুলতা নিরসন, নাটকের চর্চার বিকাশসহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে এ প্রতিবাদী মানববন্ধনে অংশ নেন নাট্যকর্মীরা।

এতে বক্তব্য দেন- নাট্যজন মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, শিমুল ইউসুফ, মোহাম্মদ বারী, শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশীষ খন্দকার প্রমুখ।  

এ সময় আরও উপস্থিত ছিলেন- থিয়েটার বিষয়ক পত্রিকা ‘ক্ষ্যাপা’র সম্পাদক পাভেল রহমান, নাট্যকর্মী অলোক বসুসহ নাট্যাঙ্গণের নবীন কর্মীরা।

বক্তারা বলেন, লাইট ও সাউন্ড সরঞ্জামের সংকট এবং মিলনায়তন ও মহড়াকক্ষ বরাদ্দের নানা ধরনের অনিয়মের মধ্য দিয়েই আমাদের কাজ করতে হচ্ছে। এত সংকটের মধ্য দিয়ে নাট্যচর্চা করা অসম্ভব হয়ে পড়েছে। দেশীয় সংস্কৃতির বিকাশে আমরা নিয়মিত কাজ করে গেলেও আমাদের সমস্যাগুলোর সমাধানে শিল্পকলা একাডেমি কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। বারবার বলার পরেও শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ কর্ণপাত করছে না।

তারা বলেন, বিভিন্ন ধরনের মেলার জন্য মাঠ বরাদ্দ দিয়ে মাঠের উন্মুক্ত মঞ্চে বিভিন্ন ধরনের নাচ, গান আয়োজনের সুযোগ করে দিচ্ছে শিল্পকলা একাডেমি। মেলার সময় উচ্চ শব্দে মাইকের ব্যবহারের কারণে মিলনায়তনে নাটক মঞ্চায়নে আমাদের নানা ধরনের ব্যাঘাত ঘটছে। বর্তমান সরকার সংস্কৃতিবান্ধব সরকার। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে আমরা নাট্যকর্মীরা আজ ঐক্যবদ্ধ হয়েছি। সমস্যা ও সংকট নিরসনে আমরা বর্তমান সংস্কৃতিবান্ধব সরকারের সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।