ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মে ২২, ২০২৩
দিনাজপুরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

দিনাজপুর: “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরে নানা আয়োজনে পালিত হলো স্মার্ট ভূমিসেবা সপ্তাহ।

সোমবার (২২ মে) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রসাশন ও সদর উপজেলা রাজস্ব প্রশাসন আয়োজিত উপজেলা প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ভূমিসেবা কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আনিচুর রহমান।

এর আগে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা মিলনায়তনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।  

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছিলেন বর্তমানে সর্বক্ষেত্রে ডিজিটালের ছোঁয়া স্পষ্ট। বর্তমানে দেশ এখন স্মার্ট হচ্ছে। এখন কোনো কাজের জন্য দপ্তরে দপ্তরে গিয়ে হয়রানি হতে হয় না।

অনলাইনেই হাতের কাছেই সকল সেবা পাওয়া যায়। আগে জমির খতিয়ান, নামজারিসহ সকল কাজের জন্য জনগণকে অনেক সময় ও অর্থ ব্যয় করতে হতো। অনেকেই প্রতারিত হতো। কিন্তু এখন ঘরে বসেই কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই স্মার্টলি ভূমির যাবতীয় কাজ করা যায়। বর্তমান ভূমিসেবা স্মার্ট ভূমিসেবায় পরিণত হয়েছে। ভূমির যেকোনো বিষয়ে জানতে এখন আর গ্রামের মোড়লদের দ্বারস্থ হতে হয় না।

এ সময় উপস্থিত জনসাধারণের জমিসংক্রান্ত সমস্যার প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম।

পরে ফুলবাড়ী বড়পুকুরিয়া কয়লাখনি ও পার্বতীপুর ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এই দুটি প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ বাবদ ৪৩ জন জমি মালিকের কাছে প্রায় ১০ কোটি টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার।

সপ্তাহব্যাপী চলমান এই ভূমিসেবা সপ্তাহে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম এবং বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান, বিবিধ মোকদ্দমার আবদেন গ্রহণ এবং ভূমি সংক্রান্ত যে কোনো পরামর্শ প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।