ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোট ছাড়াই প্রধানমন্ত্রীকে সংসদের মেয়াদ ৫ বছর বাড়ানোর প্রস্তাব ঢাবি শিক্ষকের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মে ২২, ২০২৩
ভোট ছাড়াই প্রধানমন্ত্রীকে সংসদের মেয়াদ ৫ বছর বাড়ানোর প্রস্তাব ঢাবি শিক্ষকের অধ্যাপক জামাল উদ্দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচন ছাড়াই জাতীয় সংসদের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন।

সোমবার (২২ মে) ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক সমিতির প্রতিবাদ সভায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।

 

ঢাবির এ অধ্যাপক বলেন, আগামী ছয় মাস পরে জাতীয় নির্বাচন। যদিও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা আছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও করোনার কারণে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দরকার নেই। প্রধানমন্ত্রী চাইলেই জাতীয় সংসদের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়াতে পারেন। দুই বছর তো বাড়ানোই যায়।

তিনি বলেন, করোনার কারণে দুই বছর জাতীয় সংসদ কাজ করতে পারেনি। শুধু তাই নয়, এ দুই বছর সরকার থেকে শুরু করে সবাই ঠিকমতো কাজ করতে পারেনি।  

প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বক্তব্য রাখেন।  

সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া।

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদার সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস ছামাদ, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ড. আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া ও সাবেক প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা মে ২২, ২০২৩
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।