ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রশাসন সরকারের বিভিন্ন পলিসি বাস্তবায়নের হাতিয়ার: আমু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মে ২২, ২০২৩
প্রশাসন সরকারের বিভিন্ন পলিসি বাস্তবায়নের হাতিয়ার: আমু

ঝালকাঠি: আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির অন্যতম সদস্য, ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি বলেছেন, প্রশাসন সরকারের বিভিন্ন পলিসি বাস্তবায়নের হাতিয়ার। আর এসব পলিসি বাস্তবায়নে সরকারি দলের নেতাকর্মী ও সমর্থকদের উচিত তা বাস্তবায়নে সহায়তা করা।

 

সরকারের বিভিন্ন চলমান প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।  

সোমবার (২২ মে) দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু একথা বলেন।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম। এসময় ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে ঝালকাঠিতে ভূমি সংক্রান্ত সব রকম কাজে সাধারণ মানুষকে অনলাইনের মাধ্যমে সেবা দেওয়া হবে। এসময় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  

এছাড়াও ঝালকাঠি সদর উপজেলায় বাস্তবায়িতব্য সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ, ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি।  

এসময় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান অ্যাড. খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

একই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী বিএনপির আহ্বায়ক কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিলেরও সূচনা করেন এমপি আমির হোসেন আমু।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মে ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।