বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় রাস্তা পারাপারের সময় বাসের চাপায় মারুফ সরদার (২৮) নামে এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন।
সোমবার (২২ মে) রাত পৌনে ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যান নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মাহিলাড়া বাজারের একটি খাবার হোটেলের কর্মচারী মারুফ। এ সময় বরিশালগামী প্রচেষ্টা পরিবহনের একটি বাস মারুফকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এমএস/আরআইএস