ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দর্শনা দিয়ে এলো ভারতের দেওয়া ২০ রেলওয়ে ইঞ্জিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মে ২৩, ২০২৩
দর্শনা দিয়ে এলো ভারতের দেওয়া ২০ রেলওয়ে ইঞ্জিন

চুয়াডাঙ্গা: বাংলাদেশ রেলওয়েকে অনুদান হিসেবে ২০টি লোকোমোটিভ (রেলওয়ে ইঞ্জিন) দিয়েছে ভারত।

মঙ্গলবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ রেলওয়ের কাছে ব্রডগেজ ইঞ্জিনগুলো হস্তান্তর করা হয়।

 

ব্রডগেজ লোকোমোটিভগুলো দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে পৌঁছালে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে উপহারের ২০টি রেলের ডিজেল ইঞ্জিন রেলওয়ে বোর্ড ইন্ডিয়ার ট্রাফিক ইন্সপেক্টর অশোক কুমার বিশ্বাস ঈশ্বরদী লোকোমোটিভ বিভাগের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সরেক জামালের কাছে বুঝিয়ে দেন।  

এর আগে, লোকোমোটিভ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দেন বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব।  

একই সঙ্গে চুয়াডাঙ্গার দর্শনা ও ভারতের গেদে অংশে হস্তান্তর অনুষ্ঠান ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়।

এ সময় চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, দামুড়দা উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু, দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেকসহ দুই দেশের রেলওয়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

পাকশী বিভাগীয় রেলওয়ে জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সম্পাদনের পর ব্রডগেজ ইঞ্জিনগুলোর সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের বিস্তারিত (স্পেসিফিকেশন) যাচাই, আমদানি ছাড়পত্র গ্রহণ, কাস্টমস ডিউটি, ভ্যাট ও ট্যাক্স প্রক্রিয়া সম্পন্ন করে দেশে আনা হয়েছে। ঈশ্বরদী থেকে পরীক্ষা-নিরীক্ষা শেষে ইঞ্জিনগুলো পণ্য পরিবহনে ব্যবহার করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।