ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেবহাটায় ১১ এয়ারগানসহ চোরাকারবারি গ্রেপ্তার

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মে ২৪, ২০২৩
দেবহাটায় ১১ এয়ারগানসহ চোরাকারবারি গ্রেপ্তার ১১টি এয়ারগানসহ গ্রেপ্তার ইমদাদুল ইসলাম

সাতক্ষীরা: সীমান্ত টপকে ভারত থেকে আনা ১১টি এয়ারগানসহ ইমদাদুল ইসলাম (৩০) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশ।

বুধবার (২৪ মে) চোরাকারবারি ইমদাদুলকে আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে, মঙ্গলবার (২৪ মে) দিনগত রাতে এয়ারগানগুলো দেশের বিভিন্ন এলাকায় পাঁচারের প্রস্তুতিকালে সখিপুর পরিবহন কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার ইমদাদুল সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা লাবসা গ্রামের নূর ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আক্তারের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান,  সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ওই চোরাকারবারিকে এয়ারগানসহ গ্রেপ্তার করে।
 
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে উল্লেখ করে দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার বলেন, অস্ত্র চোরাচালানে জড়িত সিন্ডিকেটের হোতাদের শনাক্তসহ গ্রেপ্তার চেষ্টা করছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।