ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবপুরে ৪ চোরাই গরুসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মে ২৫, ২০২৩
শিবপুরে ৪ চোরাই গরুসহ আটক ৫

নরসিংদী: নরসিংদীর শিবপুরে পিকআপভ্যানে চারটি চোরাই গরুসহ আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) ভোরে উপজেলার ইটাখোলা মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মৌলভীবাজার জেলার রাজনগর থানার ডেফলউড়া এলাকার দুরুদ মিয়া (৪৫), শ্রীমঙ্গল থানার বৌ রাশি এলাকার মজিবর রহমান ওরফে মজিব (৩২), লমুয়া এলাকার মনির হোসেন ঝারু (৩৭), মাধবপুর থানার পোরাইকলা এলাকার ফারুক মিয়া ওরফে পরুন মিয়া (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার কুট্টাপাড়া এলাকার মো. জাহের মিয়া (৫২)।

গোয়েন্দা পুলিশ জানায়, ভোরে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ইটাখোলা মোড়ে অভিযান চালায়। এ সময় ২ লাখ টাকা মূল্যের ৪টি গরুসহ একটি পিকআপভ্যান জব্দসহ ওই আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচজন সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান- তারা বিভিন্ন জেলা থেকে গরুগুলো চুরি করে বিক্রির জন্য নিয়ে এসেছে। এর আগে গত ১৭ মে একই চক্র নরসিংদীর মনোহরদী উপজেলার চক-মাধবদী এলাকা হতে ছয়টি গরু চুরি করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছয়টি গরু মনোহরদীর কোনাপাড়া এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, আটক দুরুদ মিয়ার নামে চুরি, ডাকাতি, সিধেল চুরির ২২টি, মজিবর রহমানের নামে দ্রুত বিচার আইনে একটি মামলা, মনির হোসেন ঝারুর নামে আটটি মামলা ও জাহেদ মিয়ার নামে একটি চুরির মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আর এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।