ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিভিন্ন অপরাধে ১০৯ প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মে ২৫, ২০২৩
বিভিন্ন অপরাধে ১০৯ প্রতিষ্ঠানকে জরিমানা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোগো

ঢাকা: বাজার তদারকির অংশ হিসেবে বিভিন্ন অপরাধে ১০৯ প্রতিষ্ঠানকে সাত লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (২৫ মে) অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা গেছে, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের মৌলভীবাজার, কাপ্তান বাজার, হাতিরপুল ও চকবাজারসহ দেশব্যাপী মোট ৫১টি বাজারে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে বুধবার ১০২ প্রতিষ্ঠানকে ছয় লাখ ৫৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।  

অন্যদিকে, লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে সাত প্রতিষ্ঠানকে ৬১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং সাতজন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ১৫ হাজার ২৫০ টাকা দেওয়া হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা এ সব বাজার অভিযানে সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।