ফরিদপুর: জেলার বোয়ালমারী উপজেলায় অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য সন্দেহে চার যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তাররা হলেন বোয়ালমারী উপজেলার বাইখির গ্রামের আব্দুল ছাত্তার শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৬), সিহাব মোল্যার ছেলে সুমন মোল্যা (২৪) এবং আক্তার হোসেনের দুই ছেলে নাইমুর রহমান নাইম (২৬) ও ওহিদুর রহমান (৩৯)।
শুক্রবার (২৬ মে) দুপুরে জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (২৫ মে) রাতে উপজেলার বাইখির চৌরাস্তার একটি বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, গ্রেপ্তাররা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। মামলা শেষে শুক্রবার (২৬ মে) দুপুরে তাদের জেলা আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এসআইএ