ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে বাস-অটোরিকশা সংঘর্ষে ভাইবোন নিহত, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ২৬, ২০২৩
দাউদকান্দিতে বাস-অটোরিকশা সংঘর্ষে ভাইবোন নিহত, আহত ৫ ঘাতক বাসটি

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার শেখবাড়ী এলাকায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্য আরেকটি পরিবারের তিনজনসহ মোট পাঁচজন।

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

শুক্রবার (২৬ মে) দুপুরের দিকে গৌরীপুর-মতলব সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাউদকান্দির কাউয়াদি গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল আমিন (৩৫) ও মেয়ে ছালেহা বেগম (৪৫)।

একই পরিবারের আহত তিনজন হলেন- মো. নাজমুল (২৫), স্ত্রী রিনা আক্তার (২২) ও মেয়ে নুসরাত (৩)।  

আহত অন্য দু’জন হলেন- অটোরিকশাচালক শান্ত (২০) ও যাত্রী রোকসানা (৩০)।  

দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদর্শন পাল বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকাগামী জৈনপুর পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশারটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই ভাই-বোনের মৃত্যু হয় এবং আহত হন চালকসহ পাঁচজন। আহতদের ঢাকায় নেওয়া হয়েছে। ঘাতক বাস ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।