ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মে ২৭, ২০২৩
শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর ছবি: প্রতীকী

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিপি বেগম (২৭) নামে এক গৃহবধূর মারা গেছেন। শনিবার (২৭ মে) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, শনিবার সকালে ওই এলাকার নূর হাবিব মাদবরের স্ত্রী লিপি বেগম বাড়ির পাশের একটি পাটক্ষেতে শাক তুলতে যান। এ সময় ক্ষেতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি সেখানেই লুটিয়ে পড়েন। এদিকে শাক তুলে ফিরতে দেরি হচ্ছে দেখে মেয়ে তাকে খুঁজতে ক্ষেতে গেলে সেখানে তার জড়িয়ে পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকে। এসময় অন্যান্যরা এসে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.রাশেদুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই গৃহবধূ মারা গেছেন। হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মে ২৭,২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।