ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পদ্মায় ধরা পড়ল সাড়ে ২৭ কেজির কাতল, বিক্রি অর্ধ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মে ২৭, ২০২৩
পদ্মায় ধরা পড়ল সাড়ে ২৭ কেজির কাতল, বিক্রি অর্ধ লাখ টাকা

রাজবাড়ী: রাজবাড়ী জেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ২৭ কেজি ওজনের বিশাল আকারের একটি কাতল মাছ। মাছটি ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (২৭ মে) বেলা ১১টার দিকে পদ্মা নদীর কুশিরহাটা এলাকা থেকে জেলে মো. খলিলের জালে মাছটি ধরা পড়ে।

পরে দৌলতদিয়া ঘাটের ব্যবসায়ী শাজাহান শেখ কাতল মাছটি প্রতিকেজি ১ হাজার ৬৫০ টাকা দরে মোট ৪৫ হাজার ৩৭৫ টাকায় কিনে নেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, কুড়িগ্রাম জেলার এক ক্রেতার কাছে কাতলটি প্রতিকেজি ১ হাজার ৮০০ টাকা দরে ৪৯ হাজার ৫০০ টাকা ও ভাড়া ৫০০ টাকা মোট ৫০ হাজারে বিক্রি করেছি।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মে ২৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।