ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সন্ধ্যায় ডুবে প্রাণ গেল তরুণীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মে ২৭, ২০২৩
সন্ধ্যায় ডুবে প্রাণ গেল তরুণীর প্রতীকী ফটো।

বরিশাল: বরিশারের বাবুগঞ্জে সন্ধ্যা নদীতে ডুবে লাইজু আক্তার (২০) নামে এক প্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ মে) সকালে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠী খেয়াঘাটে।

 

স্থানীয়রা জানান, ওই গ্রামের দুলাল বেপারির মেয়ে প্রতিবন্ধী তরুণী লাইজু সকাল সাতটার দিকে সন্ধ্যা নদী পার হয়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য শিকারপুর পূর্বপাড় ট্রলার ঘাটে আসেন। এ সময় ঘাটের সিঁড়িতে নামলে পা ফসকে তিনি নদীতে পড়ে ডুবে যায়। সকাল ১০টার দিকে খবর পেয়ে বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদী থেকে লাইজুর মরদেহ উদ্ধার করে।  

দেহেরগতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ২৭, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।